আব্দুর রহমান: আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মশিউর রহমান বাবুকে জেলা জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ও সাধারণ সম্পাদক সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু যৌথভাবে নেতাকর্মীদের উদ্দেশ্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু’র নাম ঘোষণা করেন। এ সময় তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মশিউর রহমান বাবুকে বিজয়ের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, সাতক্ষীরা ২ আসনের প্রয়াত সংসদ সদস্য মো. হাবিবুর রহমান হবি’র পুত্র মো. মশিউর রহমান বাবু। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু সকলের সমর্থন ও দোয়া কামনা করেছেন।