সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস

সাতক্ষীরা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে এ আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম। এসময় তিনি বলেন, ‘আজ শিক্ষকদের মূল্যায়ন, গুরুত্ব প্রদান এবং তাঁদের অবদানের কথা স্মরণের দিন। শিক্ষকদের যথাযথ স্বীকৃতি, সম্মান, শিক্ষকতা পেশায় বিদ্যমান সমস্যাগুলো দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠবে। এজন্য তোমাদেরও কিছু দায়িত্ব ও শিক্ষকদের সহযোগিতা করতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বাসুদেব বসু বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ব্যবস্থায় ক্যাডার এবং বেসরকারি শিক্ষকদের ভিন্ন ভিন্ন দাবী রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসব দাবী সমূহ বাস্তবায়নে শিক্ষকদের পক্ষ দাবী জানানো হচ্ছে। গুরুত্বপূর্ণ দাবীগুলো বাস্তবায়ন হলে তাহলে শিক্ষকরাই জাতি গঠনের অগ্রনী ভূমিকা রাখতে পারবে। এবছর থেকে প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বিশ^ শিক্ষক দিবস পালিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে শিক্ষকদের বক্তব্যের মধ্যদিয়ে শিক্ষক সমাজের বর্তমান অবস্থা উঠে এসেছে।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক পর্ষদ সম্পাদক মো. আজিজুর রহমান, মো. শফিকুর রহমান, আয়েশা ছিদ্দিকা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. রোকনুজ্জামান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,দুপুর ২:১২
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন