সাতক্ষীরা ৪ আসন হবে একটি মডেল: ড. আসলাম আল মেহেদি

আব্দুর রশিদ: সাতক্ষীরা ৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ড. আসলাম আল মেহেদি পেশাগত জীবনে একজন চিকিৎসক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির একজন প্রার্থী হিসেবে তিনি জানান, আশাকরি এই এলাকার মানুষ সৎ এবং যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। দৈনিক সাতনদীর একান্ত সাক্ষাতকারে ড. আসলাম আল মেহেদি বলেন, সাতক্ষীরা ৪ আসনটি বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে অবস্থিত। এ এলাকার যে উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল, সেটি হয়নি। এখানে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে রেল লাইন এবং সমুদ্র বন্দর করতে হবে। আমি নির্বাচিত হলে এসব উন্নয়ন প্রকল্প দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, এখানকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ করে সুন্দরবনে কর্মজীবীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা করবো। তৃণমূল বিএনপির প্রার্থী ড. আসলাম আল মেহেদি বলেন, আমি নির্বাচিত হলে সাতক্ষীরা ৪ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার ব্যাপক পরিকল্পনা নিয়েছি। এরমধ্যে শ্যামনগরে আধুনিক পর্যটন কেন্দ্র, বিমান বন্দর, সমুদ্র বন্দর, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি মডেল জেলায় উন্নীতকরণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন বলে জানান তিনি

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৩:০২
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন