সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে সাতক্ষীরায় অংশীজন সভা

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভায় বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও খুলনা বিভাগীয় কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অংশীজন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এসময় তিনি বলেন, ‘নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে। তাহলেই মানুষ শান্তিতে থাকবে। আইন শৃংখলা পরিবেশ নিরবিচ্ছিন্ন থাকবে। কারণ, সরকার স্ব স্ব অবস্থানে আমরাই সবাই সরকার। শারীরের ভিতরে ও বাইরে কোন অংশে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সমস্ত শরীর সমস্যায় পড়বে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কোন অর্গানে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সরকারও সমস্যার সম্মুখীন হয়। সমাজ উন্নয়নে সমন্বয়ের কোন বিকল্প নেই। তাহলে শুধু আমরা নই, আগামী প্রজন্মকেও আমরা সুন্দর পরিবেশে রেখে যেতে পারবো।’ সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মেহেদী প্রমুখ। এসময় জেলার বিভিন্ন পযায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং বিকাল সাড়ে ৩টায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। আগামী শুক্রবার (২৯ সকাল) ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কক্ষ পরিদর্শন করবেন। দুপুর ২টায় ফলাফল কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সন্ধ্যা ৭টায় খুলনার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ৬:৪৩
  • ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন