সেঞ্চুরিতে জন্মদিন রাঙালেন মার্শ

সেঞ্চুরিতে জন্মদিন রাঙালেন মার্শ

খুলনার সময়: পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ম্যাচে ১৬৩ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটে সপ্তমবারের মতো দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া সেঞ্চুরিতে জন্মদিন রাঙানোর পাশাপাশি বিশ্বকাপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মার্শ। চেন্নাইয়ে আজ শুক্রবার অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুর্দান্ত। অজিদের উদ্বোধনী জুটি ভাঙে ২৫৯ রানে মার্শের বিদায়ে। ব্যক্তিগত ১২১ রানে ফেরেন তিনি। এছাড়া পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে ১২৪ বলে ১৪টি চার ও ৯ ছক্কায় ১৬৩ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। এই ইনিংস খেলার মধ্য দিয়ে ভারতীয় ব্যাটার রোহিত শর্মার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ার্নার। এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার এক ইনিংসে দেড় শতাধিক বা এর অধিক রানের দেখা পেয়েছেন রোহিত। এছাড়া বিশ্বকাপে জন্মদিনে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন মিশেল মার্শ। এর আগে ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রস টেইলর ১৩১ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ১২:১০
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন