স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পথসভা জনস্রোতে রুপান্তর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের দৌলতপুর, খড়িয়াডাঙ্গা, পূর্ব শুকদেবপুরসহ ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুরে শিক্ষক পরিতোষ কুমার তরফদারের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আমি সদর নির্বাচনী এলাকার কাজ শেষ করতে চায়। আমি গত ১০ বছর যাবত নিরলস ভাবে পরিশ্রম করে সদর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আমি তৃতীয় বারের মতো ইনশাআল্লাহ আবারও এমপি নির্বাচিত হবো। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন ও ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালমা সুলতানা শিল্পী প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এলাকার শতাধিক নারী-পুরুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সন্ধ্যা ৬:৪৩
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন