স্বামীর ওপর অভিমানে ৩ সন্তানসহ স্ত্রীর বিষপান

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে তিন সন্তানসহ এক নারী বিষপান করেছেন। বিষক্রিয়ায় দুই ছেলে এবং এক মেয়ে মারা গেছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্ত্রী যমুনা খাতুনকে সিলেট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষপানে মারা যাওয়া তিন সন্তান হলো, সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়া (৫)।

যমুনা খাতুন জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। স্বামীর সাথে অভিমান করে তিনি সন্তানদের নিয়ে তিনি বিষপান করেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মা এখনও বেঁচে আছে। তবে তিন সন্তান মারা গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সন্ধ্যা ৬:০৮
  • ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন