আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সবুজ বনায়ন সাহায্য করতে পারে। সেই লক্ষ্যে প্রতিদিন গাছের চারা প্রদান ও রোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক সাতক্ষীরা জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষকদের মাঝে গাছের চারা প্রদান করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল,সহকারি শিক্ষক, গীতা রানী সাহা মো. হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, শামীমা আক্তার, অরুন কুমার, কনক কুমার ঘোষ, নজিবুল ইসলাম, ভানুবতী সরকার, খালেদা খাতুন, শহিদুল ইসলাম, মৃনাল কুমার, প্রমুখ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অনুভব করে বৃৃক্ষ রোপনে উৎসাহি হচ্ছে। এ ধরনের দেশ ও দশের জন্য কল্যানকর। তাই সেঞ্চুরী হাসিমুখের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘বিগত বছরের ন্যায় হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী চলমান থাকবে। তিনি আরও বলেন, ‘শিশুদের গাছ লাগাতে বেশি বেশি উৎসাহিত করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের পরিবেশকে আগামীর জন্য সুন্দর হবে।