হৃদরোগ ইনস্টিটিউটে গরীব রোগীদের জন্য বিনামূল্যে হার্টে রিং

বিনামূল্যে হার্টে রিং

খুলনার সময়: প্রতিবছরের মতো এবারও সরকারি অনুদানের টাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির বিনা খরচে হার্টে রিং বসানোর কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২২শে অক্টোবর) প্রথম ২ ব্যক্তির হার্টে সফলভাবে রিং বসানো হয়।

ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন জানান, ‘অসহায় রোগী সেবা তহবিলে‘ এ বছর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাড়ে সাত কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এই টাকায় পর্যায়ক্রমে প্রায় চারশ’ রোগীর হার্টে রিং এবং পেসমেকার ও ভাল্ব স্থাপন করা হবে।

এর আগে ২০২১ ও ২২ সালে বিনামূল্যে গরীব হার্টের রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ৭ কোটি টাকা অনুদান দেয়া হয়। সেই টাকায় ৪৬১ জন রোগীকে হার্টে রিং বসানোসহ অন্যান্য সেবা প্রদান করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার ,রাত ১১:৪৮
  • ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English