১৮৩ একর জায়গাজুড়ে মন্দির নির্মাণ

যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ মন্দির

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১৮৩ একর জায়গাজুড়ে নির্মিত হয়েছে দেশটির সর্ববৃহৎ মন্দির। মন্দিরের নজরকাড়া স্থাপত্য প্রশংসার দাবিদার। প্রতিটি মিনার থেকে ছাদ ও অন্দরসজ্জায় নিখুঁত কারুকাজে হিন্দু ধর্মের চরিত্র ও গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে এটি। নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি ভারতের বাইরেরও সর্ববৃহৎ মন্দির। টাইমস স্কয়ার থেকে ৯০ মিটার দক্ষিণে মন্দিরটির উদ্বোধন হবে আগামী মাসেই। আগামী ৮ অক্টোবর স্বামী নারায়ণ অক্ষরধামের প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির উদ্বোধন করবেন। ১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরিতে ১২ বছর সময় লেগেছে। যুক্তরাষ্ট্রে প্রায় ১২ হাজার ৫০০ জন মিলে এই নির্মাণ শেষ করেছে।

বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কর ওয়াট। এরপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা মন্দিরে ১০ হাজারটিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্য যন্ত্র এবং নৃত্যকলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয়সহ মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। এতে ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেলসহ প্রায় ২০ লাখ ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে। ভারত, তুরস্ক, গ্রিস, ইতালি ও চীনসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই পাথর আনা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ১১:০০
  • ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন