আগামী ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) নির্বাচনী পরীক্ষার বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড। একইসঙ্গে বোর্ড ফরম পূরণ শুরুর তারিখও ঠিক করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এক চিঠিতে জানান, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) নির্বাচনী পরীক্ষা নেওয়া শেষে ফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি পরীক্ষার ফরমপূরণ আগামী ৩০ অক্টোবর হতে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে এই চিঠি পাঠানো হয়েছে।