২৮ অক্টোবর: নয়াপল্টন ঘিরেই বিএনপির প্রস্তুতি

বিএনপির প্রস্তুতি নয়াপল্টন ঘিরেই

রাজনীতি ডেস্ক: আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে বড় জমায়েত করার লক্ষ্যে সীমান্তবর্তীসহ দূরের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। তবে সমাবেশের মাত্র দুই দিন বাকি থাকলেও সমাবেশস্থলের অনুমতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। বিএনপি নয়াপল্টনের বাইরে যাবে না—এমন মনোভাব নিয়ে প্রস্তুতি নিচ্ছে। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে গত ২১ অক্টোবর ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। তবে এখনো মহাসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

পুলিশের অনুমতি না পেলেও নয়াপল্টন ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। দলের একাধিক নেতা জানান, নয়াপল্টনে মহাসমাবেশ হবে—এমন সিদ্ধান্ত জানিয়ে ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের থাকার জায়গাও ঠিক করে দেওয়া হয়েছে।

রাজধানীর মূল সড়কে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে বরাবরই অনাগ্রহ দেখিয়ে আসছে পুলিশ। ফলে সমাবেশের অনুমতি নিয়ে এবার জটিলতা তৈরি হতে পারে। জামায়াতে ইসলামীও একই দিন শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর এবং গত ২৮ জুলাইয়ের বিএনপির মহাসমাবেশের স্থান নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত বিএনপি ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করে। আর ২৮ জুলাই পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়। গত ১৮ অক্টোবরও নয়াপল্টনে বিএনপি সমাবেশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বিএনপির মহাসমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি জানাবে। তবে কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের কোনো বাধা দেওয়া হবে না। অবশ্য নিরাপত্তার জন্য ঢাকার প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল এক আলোচনাসভায় বলেন, ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ হবে। তিনি বলেন, ‘আমরা সমাবেশ করব। নয়াপল্টনে করার কথা, সেখানে করব। সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে, সংবিধানের কোথায় আছে?’

গত কয়েক দিনে স্থায়ী কমিটির নেতারা বেশ কয়েকবার বৈঠক করেছেন। তবে পরবর্তী কর্মসূচি কী হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি নীতিনির্ধারকরা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

ফেসবুক পেজ এ সব খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,বিকাল ৫:০৫
  • ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বাংলা বাংলা English English