সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজে বার্ন ইউনিট না থাকায় পোড়া ও এসিড দগ্ধ রুগীরা জরুরী সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে সাতক্ষীরা জেলার মানুষ। ২৫ এপ্রীল ২০২৪ বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে দাতা সংস্থা একশন এইড ও স্বদেশ এর প্রতিনিধিদের মতবিনিময়কালে জানা যায় দগ্ধ রুগিদের জন্য বর্তমানে হাসপাতালে বিশেষ কোনও ব্যবস্থা নেই , হাস পাতালে বার্ন ইউনিট সেকশন রাখা হলেও এখনও সেটি চালু হয় নি। ফলে কোনো দগ্ধ রুগী আসলে সার্জারী বিভাগের মাধ্যমে সেবা প্রদান করা হয় বলে জানান জরুরী বিভাগের ডাক্তার-নার্সরা। এছাড়া দগ্ধ রুগীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ কোন ডাক্তার এখনও নিয়োগ হয়নি এবং কোনও আধুনিক সেটিংস ইউনিট নাই।। সেকারনে জেলার মানুষ বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছে না এবং এসিড দগ্ধ জরুরী রুগীদের জন্যও কোনও আলাদা ব্যবস্থা নেই। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা বাইরে থেকেও প্রচুর রুগী চিকিৎসা নিতে আসেন, বার্ন ই্উনিট থাকলে তারাও চিকিৎসা পেতে পারবেন বলে জানান। এক্ষণে জরুরীভাবে হাসপাতালে বর্ন ইউনিট চালুর জন্য সাধারন রুগী ও জেলাবাসী দাবি করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ১০:০১
  • ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৯ জিলকদ, ১৪৪৫ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন