দেশে ডেঙ্গু পরিস্থিতি: একদিনে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৩৪৪ জন

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৪ জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগওয়ারি ভর্তি রোগী সংখ্যা: সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে:

বরিশাল বিভাগে: ৪১ জন
চট্টগ্রাম বিভাগে: ১৫ জন
ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে: ৪৪ জন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে: ৬৯ জন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে: ৭০ জন
খুলনা বিভাগে: ৪১ জন
রাজশাহী বিভাগে: ১৯ জন
ময়মনসিংহ বিভাগে: ৭ জন
রংপুর বিভাগে: ২ জন
ছাড়পত্র ও মোট আক্রান্তের তথ্য:
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৯৫ হাজার ৫৬৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৭ হাজার ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছরের তুলনামূলক পরিস্থিতি: ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছরে ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত ও সামষ্টিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,সন্ধ্যা ৭:১২
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন