ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক মেম্বার কালিপদ দাশের বিরুদ্ধে তদন্তের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সহ-সাধারণ সম্পাদক ও প্রাক্তন মেম্বার কালিপদ দাশের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিগত সময়ে তিনি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে দলীয় প্রভাব খাটিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ রয়েছে, তিনি মানব পাচার ও অর্থ পাচারসহ অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তার অত্যাচারে অতিষ্ট হয়ে ২-৩টি পরিবার এখনো গ্রামছাড়া অবস্থায় রয়েছে। এছাড়া, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারিত পরিবারগুলো এখনো ন্যায়বিচারের আশায় দারে দারে ঘুরছে। এলাকার গরীব মানুষের কাছ থেকে খাস জমি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি আরও অর্থ আত্মসাৎ করেছেন এবং অভিযোগ রয়েছে যে, তিনি এখনো সেই অপকর্ম চালিয়ে যাচ্ছেন। মেম্বার থাকাকালীন সময়েও তিনি অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণের মাল আত্মসাৎ করেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি একজন স্বঘোষিত দালাল হিসেবে এলাকায় পরিচিত। এমতাবস্থায়, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সহ-সাধারণ সম্পাদক কালিপদ দাশের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সন্ধ্যা ৭:০১
  • ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৫ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন