
খুলনার কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমূলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করেছেন নাকসা গ্রামের মৃত কাশেম সানার পুএ জুমাত আলী সেটি বিভিন্ন অনিবন্ধিত অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাহার স্ত্রী শাহেদা খাতুন আমার শ্বশুরবাড়িতে রাতের আাধারে চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা চুরি করে এ বিষয়ে আমার শাশুড়ি বাদী হয়ে কয়রার থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারটি থানায় রুজু হলে পার্শ্ববর্তী আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনির হাওলাদার মহিলা পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করে থানাতে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি ঘটনাকে ভিন্নখাতে নিতে তিনি এসআই মনির হাওলাদার, আমি ও আমার ফুফু শসুরের বিরুদ্ধে সম্পূর্ণ একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ ইয়াছিন আলম
পিতা: মোঃ মান্দার গাজী
গ্রাম: ইসলামপুর
উপজেলা: কয়রা, জেলা খুলনা।