ব্রজলাল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রিয়াদ হোসেন: খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৬৫ জন ভোটার (শিক্ষক) এ নির্বাচনে ভোট প্রদান করেন। মোট সাতটি পদের পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে তারা বিজয় লাভ করেন। বাকি দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় আরো বিজয়ী হয়েছেন সহকারী সম্পাদক (সাধারণ) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম খান, কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং নির্বাহী সদস্য (ক্লাব) বাংলা বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম।

শিক্ষক পরিষদের এ নির্বাচনে সরাসরি ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ভূইয়া ইমদাদুল হক এবং সহকারী সম্পাদক (ক্লাব) পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান শেখ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস.এম আসাফুদৌল্লা। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খোন্দকার মফিজুর রহমান।

গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) শিক্ষক সম্মেলন কক্ষে সকল শিক্ষক-কর্মকর্তার উপস্থিতিতে নব নির্বাচিত শিক্ষক পরিষদকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর সেখ মো: হুমায়ুন কবীর। এসময় তিনি আশা প্রকাশ করেন, নব নির্বাচিত শিক্ষক পরিষদ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে কলেজের সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

রিহোসেন/ ২ মে, ২৫

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১০:৩৮
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন