রিয়াদ হোসেন: সরকারি ব্রজলাল (বিএল) কলেজ ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা সনজিৎ কুমার সিংহ ও আবু মোহাম্মদ ফাহিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর তামান্না তাবাসসুম (ফিনান্স, চতুর্থ বর্ষ), সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর শেখ রায়হান (মার্কেটিং, তৃতীয় বর্ষ) ট্রেজারার মানসী দত্ত (ফিনান্স, তৃতীয় বর্ষ), মিডিয়া ও কমিউনিকেশন সুমাইয়া আক্তার নিশি (ফিনান্স, তৃতীয় বর্ষ) এবং সহকারী মিডিয়া ও কমিউনিকেশন ফারিয়া আছাদ মিতা (অর্থনীতি, দ্বিতীয় বর্ষ)।
ক্লাবের উপদেষ্টা সনজিৎ কুমার সিংহ জানান, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে; যা তাদের ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনে সাহায্য করবে।
রিহোসেন, ৪ মে ২০২৫