স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুইজালা গ্রামের বাসিন্দা ছদর সরদারের ছেলে আব্দুল মান্নানকে ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিগত ১৬ বছর ৪ মাস ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি হঠাৎ করে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে দাবি করেছেন তার একাধিক প্রতিবেশী। এই রাজনৈতিক পালাবদল নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল, আবার কেউ বলছেন এটি ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত। এলাকার রাজনৈতিক পরিবেশে আব্দুল মান্নানের এই হঠাৎ অবস্থান পরিবর্তন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখন স্থানীয়দের মুখে একটাই প্রশ্ন “মান্নান, তুমি কার?”