সরকারি হাজী মু: মুহসিন কলেজে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

রিয়াদ হোসেন: খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে কলেজ প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আবুল বাসার, প্রভাষক শেখ রাশেদুজ্জামান, প্রভাষক সুব্রত কুমার দেবনাথসহ অনান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা।

আয়োজনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান, কবিতার ওপর অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালাম।

রিহোসেন, ২৫ মে, ২০২৫

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১০:৩৮
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন