বিএল কলেজ রিপোর্টার্স ইউনিটি’র উদ্বোধন

রিয়াদ হোসেন: খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বিএল) কলেজে ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন ‘সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি’র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হল রুমে এ সংগঠনের উদ্বোধন করেন বিএল কলেজ অধ্যক্ষ প্রফেসর সেখ মো. হুমায়ুন কবীর। এসময় তিনি ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকতায় শিক্ষার্থীদের আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংবাদ প্রকাশ করতে হবে সবসময় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে। কলেজের শিক্ষার্থীদের সমস্যা সম্ভাবনার কথা উঠে আসবে ক্যাম্পাস সাংবাদিকদের হাত ধরেই। তাই সেভাবেই নিজেদের গড়ে তুলতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান শেখ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএল কলেজ উপাধ্যক্ষ প্রফেসর এফ.এম আবদুর রাজজাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামীমসহ অনান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১০:৩৮
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন