সাতক্ষীরায় জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা: জমি দখল ও সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় কাটিয়া সরকারপাড়াস্থ সম্পত্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ গোলাম গফ্ফারের ছেলে ভুক্তভোগী শেখ গোলাম জাকারিয়া।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মৌজার ১০৮ শতক জমির মালিক। জমিটি ২০০৪ সালে তাদের আত্মীয়দের কাছ থেকে রেজিস্ট্রি করে নেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০০৭ সাল থেকে প্রভাবশালী মহল তাদের জমি দখলের পাঁয়তারা শুরু করে।

শেখ গোলাম জাকারিয়া অভিযোগ করে বলেন, তাদের ২ চাচা মিলে একটি জাল দলিল তৈরি করেন এবং সেই দলিলের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা চালান। এই সম্পত্তির মধ্যে ৪ দাগে ১০৮ শতক জমি নিয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। জমি দখল নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গোলাম কিবরিয়া মামলা দায়ের করেন। জমির খতিয়ান: এস,এ ৮১৩, ৯২৪, ৮৬৫, দাগ নং- ২২৭০, ২২৭১, ২২৭৩ এবং ২২৭৪।

তিনি অভিযোগ করে আরও বলেন, তৎকালীন স্থানীয় এমপির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শেখ আলতু, শেখ লাল্টু ও শেখ বাবলুসহ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল করে নেয়। তাদের পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে অবস্থান করার সুযোগে ওই জমির তারের ঘেরা ভেঙে ফেলা হয় এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেখ আলতু সাবেক ছাত্রলীগ নেতা। তিনি প্রভাব খাটিয়ে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেছেন। সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফিরোজের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠে।

ভুক্তভোগী গোলাম জাকারিয়া সংবাদ সম্মেলনে প্রশাসন ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমাদের পারিবারিক জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১০:৩০
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন