কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ঢাকা: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ওই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়।

এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ১:২২
  • ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২২ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন