শেখ কামরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফিংড়ী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের শিমুলবাড়ীয়া কেন্দ্রে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে ডিলার ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফারুক হোসেন এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী সহযোগী শেখ আব্দুস সালামের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। তবুও তাদের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ দেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের গোবরদাড়ি কেন্দ্রে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ময়নুদ্দীন রাজুর বিরুদ্ধে। তার আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী মো. হারুন বর্তমানে ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ফিংড়ী ইউনিয়ন জামায়াতের রোকন গণি আমিন বলেন, সাবেক ডিলার ফারুক হোসেন এবং বর্তমান ডিলার আব্দুস সালাম মিথ্যা মামলা দিয়ে আমাকে ১ মাস ১৮দিন জেল খাটায়। আমরা জানি, আওয়ামীলীগের চিহ্নিত সুবিধাভোগী কেউ এই ডিলারশীপ হিসেবে অংশ গ্রহণ করতে পারবে না। কিন্তু ফারুক হোসেন কৌশলে আব্দুস সালামের নাম দিয়ে ডিলারশীপ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ফুড অফিসের কামরুজ্জামান আর্থিক সুবিধা নিয়ে আব্দুস সালামকে লটারীতে অংশ গ্রহণের সুযোগ দেয়। ভুক্তভোগীরা আরো জানান, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আত্মীয়স্বজন ও ব্যবসায়িক পার্টনারদের ডিলার করা হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন। এজন্য তারা ইউএনও’র কাছে দাবি জানিয়েছেন, পূর্বের অনিয়মকারীদের পুনরায় ডিলারশিপ না দিয়ে যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিশ্চিত করতে হবে। স্থানীয়দের দাবী যাতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামীলীগ নেতা আব্দুস সালামকে বাদ দিয়ে নতুন করে ডিলারশীপ নিয়োগ দেওয়া হয়।