সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার

শেখ কামরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে আনা নানা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকট হতে আদায়কৃত অর্থের আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা মোতাবেক বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলেও তারা জানান।
সরেজমিনে গিয়ে জানা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ নির্ধারিত নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতে ব্যয় করা হয় এবং এর সব হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হয়। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা না হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলেন, কোনো ভুয়া বিল-ভাউচার বা অনিয়মের ঘটনা ঘটেনি। পরীক্ষার ফি বৃদ্ধি বা নির্দিষ্ট গাইড বই কিনতে বাধ্য করার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। শিক্ষার্থীদের সুবিধা ও বিদ্যালয়ের উন্নয়নকে কেন্দ্র করে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু শিক্ষক তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি না হওয়ায় আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এসব অভিযোগের কোনো সত্যতা নেই। এছাড়াও সাবেক প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন অনেক আর্থিক অনিয়ম করেছে, সে বিষয়ে সম্প্রতি অডিট কার্যক্রম পরিচালনার জন্য আবেদন করেছি। সেটি তারা জানতে পেরে কিছু সহকারী শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সরাতে অপচেষ্টায় লিপ্ত আছে। আমাকে সরাতে পারলে তাদের অনিয়ম-দুর্নীতির মুখোশ প্রকাশ হবে না। সেই অসংঙ্কায় তারা ভীত সস্তস্ত্র হয়ে একের পর এক মিথ্যা প্রপাগন্ডা চালিয়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান আরো বলেন, আমার বিরুদ্ধে যদি কোন অনিয়ম পায়, তাহলে কর্তৃপক্ষ যে শাস্তি দিবে তা মেনে নিবো।
সচেতন মহল মনে করছে, অযথা অপপ্রচার না চালিয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সন্ধ্যা ৭:৫২
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন