সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কেউ অপপ্রচার, গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং আইনশৃঙ্খলা, যানজট, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের অপরিহার্য সহযোগী। জেলা পুলিশ সাইবার বুলিং প্রতিরোধ ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।