তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রিয়াদ হোসেন: তালা প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (৪ অক্টোবর) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম। অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজুর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, কার্যনিবার্হী সদস্য জি.এম খলিলুর রহমান লিথু, সেলিম হায়দার এবং সাধারণ সদস্য তরিকুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ফয়সাল, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু। কার্যনির্বাহী সদস্য গাজী সুলতান আহমেদ এবং সাধারণ সদস্য মো. ইমরান হোসেন, রিয়াদ হোসেন, কামাল হোসেন, মো. মোতাহিরুল হক শাহিন প্রমুখ।

সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সন্ধ্যা ৭:৫১
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন