সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি বিজ্ঞ আমলী ৮নং (আশা) আদালতে (মামলা নং- সিআর-৪৯১/২৫) দায়ের করেছেন ভুক্তভোগী অঞ্চনা দাস (৩০)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদিনীর স্বামী মিঠু গোয়াল (৩৫) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিল। স্বামীর ধারাবাহিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাদিনী একাধিকবার পিতার বাড়ি থেকে টাকা এনে দেন। তবুও ১ লক্ষ টাকার নতুন যৌতুক দাবি করেন আসামি মিঠু গোয়াল।
বাদিনী অভিযোগ করেন, “আমি পিতার কাছ থেকে আর টাকা আনতে পারব না” এমন কথা বলার পর আসামী মিঠু গোয়াল তাকে বেধড়ক মারধর করে এবং গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে তাকে একবস্ত্রে পিতার বাড়িতে তাড়িয়ে দেয়।
অঞ্চনা দাস গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। কিছুটা সুস্থ হওয়ার পর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
পরবর্তীতে বাদিনী আদালতের শরণাপন্ন হন এবং যৌতুক নিরোধ আইন, ২০১৮ সালের সংশোধিত ৩ ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। মামলায় আরও আসামি হিসেবে বিকাশ দাস (২৭), পূর্ণিমা দাস (৫০), মমতা দাস (৩২)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। বাদিনীর দাবি, ঘটনার স্বাক্ষীরা আদালতে প্রমাণ দিতে প্রস্তুত। তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন।