সাতক্ষীরা সিটি কলেজ: নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন : অধ্যক্ষ

সাতক্ষীরা: সাতক্ষীরা সিটি কলেজের কৃষি ডিপ্লোমা বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান তা ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, “সংবাদে যা বলা হয়েছে, তা সত্যের সঙ্গে কোনো মিল নেই। পরীক্ষাটি সম্পূর্ণ নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। কোনো অনিয়ম বা জালিয়াতি হয়নি। আমরা সকল প্রার্থীর ন্যায্য অধিকার নিশ্চিত করেছি।” তিনি আরও বলেন, “যদি কেউ অভিযোগ করতে চায়, তারা কলেজের নিয়োগ বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন করতে পারেন। সংবাদ মাধ্যমে ছাপানো আভাসমূলক বা ভিত্তিহীন বক্তব্য প্রার্থীদের বিভ্রান্ত করতে পারে।”

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, “পরীক্ষার সময় আমিসহ ডিজি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে সবকিছু আমাদের সামনেই হয়েছে। কোনো অনিয়ম লক্ষ্য করিনি। পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং অভিযোগগুলো ছড়ানো হচ্ছে বিভ্রান্তিমূলক উদ্দেশ্যে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,বিকাল ৫:২৬
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন