সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় বেসরকারি সেবা সংস্থা ব্রতী ৫০টি (প্রতি ১০০০ লিটার) খাবার পানির ট্যাংক বিতরণ করেছে। এছাড়া ৪০০ জন ছিন্নমুল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য পরিবার প্রতি ২৪০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিসেস ফারিদা পারভীন এবং ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মুনজুর হোসেন। ব্রতীর পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডাঃ সামিয়া রশিদ ও মাহমুদুল হাসান। অনুষ্ঠানে গাবুরা এলাকার উপকারভোগী পরিবাররাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে লবণাক্ততার বৃদ্ধি ঘটায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ব্রতী সমাজ কল্যাণ সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহায়তায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় গাবুরায় খাবার পানির ট্যাংক বিতরণের পাশাপাশি পুকুর খনন, শিশু পুনর্বাসন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের উপকরণ বিতরণ, শিশু শিক্ষার পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা ও মানবাধিকার ভিত্তিক কাজ করে আসছে। এছাড়াও নাবিকের সহায়তায় ব্রতী দূর্যোগে খাদ্য, কুরবানীর মাংস, রমজানে ইফতার এবং শীতবস্ত্র করেন।