সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাড়দ্দাহ এলাকার হাফিজুর রহমান মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মানুষজন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, হাফিজুর রহমান মন্টু ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক। তাঁর মালিকানাধীন দুটি মৎস্য আড়ৎ ব্যবসা ও একাধিক ঘেরে মাছ চাষ রয়েছে। তিনি এলাকার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত এবং দরিদ্র মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন।
সম্প্রতি একটি রাজনৈতিক দলের কমিটি ও নির্বাচনকে কেন্দ্র করে মন্টু তাঁর ভাই রবিউল ইসলামকে সমর্থন করায়, পরাজিত পক্ষের কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য, মিথ্যা লেখা ও সম্পাদিত ছবি প্রচার শুরু করে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষোভে অংশ নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবুল খায়ের, আব্দুল হামিদ, আব্দুল কাদের, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, আজগর আলী, আব্দুর রহমান, মিন্টু গাজী, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম, মীর হোসেন, আহাদ আলী, সামসুর গাজী, সাত্তার গাজী, আশরাফ আলী ও রেজাউল গাজী প্রমুখ।
বক্তারা বলেন, “আমাদের এলাকার কৃতি সন্তান মন্টুর বিরুদ্ধে কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা চলছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করব।”