কে.এস.ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির উপ-নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় কে.এস.ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব রুমে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ উপ-নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন সদস্য (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সাধারণ সদস্য পদে মো. ছালাম গাজী, মো. শুকুর আলী গাজী, মো. জাফর আলী বিশ্বাস (বাবু), মো. আলাউদ্দিন মোড়ল এবং সংরক্ষিত আসনে (মহিলা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজেদা বেগম নির্বাচিত হয়েছেন।
শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আ: হক মোড়ল সহকারী প্রিজাইডিং অফিসার এবং শিক্ষক শুভেন্দু দত্ত তুষার ও পল্লী চিকিৎসক মো. নজরুল ইসলাম পোলিং অফিসার পদে দায়িত্বে ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার দাশ বলেন, ১২৭ জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। এরমধ্যে ১১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪ জন অভিভাবক সদস্য (পুরুষ) উপ-নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে এবং ১জন অভিভাবক সদস্য (মহিলা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ইতোপূর্বে তিনজন শিক্ষক প্রতিনিধি গোবিন্দ কুমার দাশ, দিপক কুমার দাশ এবং কামরুন্নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ৮:১২
  • ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন