
রিয়াদ হোসেন: শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার সরকারি ব্রজলাল কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ মহানগরীর সকল সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল (১৩ অক্টোবর) এ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, সরকারি কলেজগুলোর বিভিন্ন বিভাগের শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, ঢাকা কলেজের ইতিহাস বিভাগের একজন সহযোগী অধ্যাপককে হেনস্তা ও উচ্চমাধ্যমিক স্তরের একজন ছাত্রকেও মারধর এবং কলেজের শিক্ষক লাউঞ্জ ভাঙচুর করার অভিযোগে শিক্ষকদের এ কর্মসূচী পালিত হচ্ছে।