গবেষণা প্রকল্পে সহায়তা পেলেন সিকৃবি’র তনয় পাল

রিয়াদ হোসেন: গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএন‌ওবিবি) এর গবেষণা প্রকল্পে সহায়তা পেয়েছেন খুলনার পাইকগাছার তনয় পাল। সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মেধাবী শিক্ষার্থী। ২৭ অক্টোবর জিএন‌ওবিবি কর্তৃক আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্সে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আ: লতিফের হাত থেকে এ গবেষণা প্রকল্পের সহায়তা চেক গ্রহণ করে তনয় পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আমিনুল ইসলাম, জিএন‌ওবিবি’র সাধারণ সম্পাদক ও জাপানের প্রখ্যাত গবেষক প্রফেসর ড. আবিদুর রহমান প্রমুখ।

জানা যায়, স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষণা সহায়তা দিয়ে থাকেগ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস। এ বছরের এপ্রিল মাসে গবেষণা সহায়তা প্রদান লক্ষ্যে ‘গবেষণা প্রস্তাব’ চেয়ে বিজ্ঞাপন দেয় সংস্থাটি। যে প্রস্তাবনায় আবেদন করেন তনয় পাল। পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাইয়ের পর তিনি নির্বাচিত হন।

এ বিষয়ে তনয় পাল বলেন, এই গবেষণা সহায়তা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের এই গবেষণা সহায়তাটি আমার পথ চলাকে আরো সহজ করে দিবে। ভবিষ্যতে কৃষি গবেষণা নিয়ে আরও কাজ করার আগ্রহ রয়েছে। সুযোগ পেলে কৃষি ক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার ইচ্ছে আছে। এসময় তিনি তার সাফল্যের পিছনের পুরো কৃতিত্ব প্রফেসর ড. দিলারা আক্তারকে উৎসর্গ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রফেসর ড. দিলারা আক্তার জানান, এএসআই গবেষণা সহয়তা স্নাতকোত্তর শিক্ষার্থীদের আরও বেশি গবেষণার কাজে আগ্রহ বাড়াবে। গবেষণার প্রতি তনয় পালের আগ্রহ আর একাগ্রতা আমাকে সব সময় মুগ্ধ করেছে। আমি মনে করি, এই গবেষণা সহায়তা তাকে গবেষণার প্রতি আরো বেশি পরিশ্রমী ও উৎসাহী করে তুলবে।

উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে প্রফেসর ড. দিলারা আক্তারের তত্ত্বাবধায়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যানয়‌রত রয়েছে তনয় পাল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ৬:২৫
  • ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন