সাতক্ষীরা ৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ড. মো. মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টার: শ্যামনগর উপজেলা কাশিমাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শহীদ অলিউল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবীর, উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল সরদার, উপজেলা সহ-সচিব আব্দুর রশিদ ঢালীসহ অন্যান্য উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীরা। এসময় ড. মনিরুজ্জামান বলেন, “শহীদ অলিউল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে আমি এই নির্বাচনী প্রচারণা শুরু করছি। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমি আশাবাদী, দলীয় ঐক্য ও জনমতকে সামনে রেখে সাতক্ষীরা-৪ আসনে বিজয় অর্জন সম্ভব।” স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা বলেন, এই কবর জিয়ারতের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা শুধু রাজনৈতিক নয়, এটি জাতীয় ও স্থানীয় মূল্যবোধকে সম্মান জানানো হিসেবেও ধরা হচ্ছে। এটি মনিরুজ্জামানের প্রতি এলাকাবাসীর সমর্থন ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,ভোর ৫:১৮
  • ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন