আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান আজ সোমবার (১১ নভেম্বর) শ্যামনগর সদরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন।
গণসংযোগে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, আলহাজ সোলায়মান কবির, অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির নেতা জহুরুল হক আপ্পু, সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক, তাঁতী দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, এবং ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।
গণসংযোগ চলাকালে ড. মনিরুজ্জামান বলেন, “শ্যামনগরের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” চলমান নির্বাচনী প্রচারণায় তিনি স্থানীয় বাজার, দোকানপাট ও ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
