ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষা অফিসারের সংবর্ধনা ও পাঠদান পর্যবেক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “উদ্ভাবনমূলক ভালো কাজগুলো জেলার অন্যান্য বিদ্যালয়ে চালু করার উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়া মোঃ রুহুল আমীন ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। তিনি শিশুদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পারদর্শিতায় সন্তোষ প্রকাশ করেন। সভায় ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,ভোর ৫:২০
  • ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন