
আব্দুর রহমান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুরু হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি। সোমবার শ্যামনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। তিনি উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মধ্যে ইউএইচটি মিল্ক বিতরণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “বিদ্যালয় চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি মিল্ক, বনরুটি, সিদ্ধ ডিম ও ফল বিতরণ করা হবে। শুরুতে শুধুমাত্র ইউএইচটি মিল্ক বিতরণ করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।” এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন, শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হকসহ ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং এর ইউএইচটি মিল্ক পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। এছাড়া কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয়ের উপস্থিতি শতকরা ৯০% থেকে ৯৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, জানিয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতির হার বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার কমবে বলে আশা করা হচ্ছে। শ্যামনগর উপজেলায় ইউনিয়ন ১১টি এবং পৌরসভা ১টি, মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১শ ৯১টি, যেখানে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১শ ৫২ জন।