বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

আব্দুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বুধবার তিনি দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষকরা জানান, বিদ্যালয়গুলোতে অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের শেখার অগ্রগতি যাচাই কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক (বার্ষিক) মূল্যায়ন অনুষ্ঠিত হবে বলেও তারা জানান।

এ মূল্যায়ন শেষে নতুন বছরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে, যার প্রস্তুতিও চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন শিক্ষার্থীদের শতভাগ স্কুল ইউনিফর্ম নিশ্চিত করা এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তাদের দক্ষতা সন্তোষজনক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষকদের আন্তরিক কর্মতৎপরতার প্রশংসা করেন।

এ সময় তিনি দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের স্থানসংকুলান সমস্যা সমাধানে মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের আশ্বাস দেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,ভোর ৫:১৯
  • ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন