
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ পথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুন্নবী এবং পরিচালনা করেন সেক্রেটারি জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা দেবহাটা-০২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তার বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী আজ সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা। দেশে জুলুম, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়। জামায়াত ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে, ন্যায্য অধিকার ফিরে পাবে এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, “আমি ঘোষণা করছি- আমার জন্য যদি কোনো সরকারি ভাতা অতিরিক্ত থাকে, গরিব-দুঃখী বেকার মানুষের জন্য সেটি কুরবানি করে দেব।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সদর উপজেলা সেক্রেটারি ও ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, শহর শিবিরের সভাপতি আল মামুন, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাও. শফিকুল ইসলাম, নায়েবে আমীর মাও. ইউনুস আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে তৃণমূলের সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।