শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গণ-মিছিল ও পথসভা

আব্দুল হান্নান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উদ্যোগে আগামী নির্বাচনকে সামনে রেখে বিশাল গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদর থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জে.সি কমপ্লেক্সের সামনে পথসভায় পরিণত হয়। পথসভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জি. এম. লিয়াকত আলী। সঞ্চালনা করেন সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক যুববিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডি. এম. আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুলসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থী হিসেবে সাতক্ষীরা- ৪ আসনে ড. মনিরুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতারা বলেন, “আমরা সবাই ধানের শীষের লোক। ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম ও ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।” বক্তারা আরও অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে এবং এবার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জনমত তৈরি হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,ভোর ৫:২০
  • ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন