শীতার্তদের মাঝে নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতারের কম্বল বিতরণ

আব্দুর রহমান: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার আজ ধুলিহর ইউনিয়নের সুকদেবপুর ও সুপারিঘাটা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। হঠাৎ বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা কমাতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শীতপ্রবাহ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। কম্বল পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাতে জেলা প্রশাসন সর্বদা প্রস্তুত। যেসব এলাকায় বেশি শীত পড়ছে, সেসব স্থানে দ্রুত শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।”

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,ভোর ৫:১৮
  • ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন