
সাতক্ষীরা: সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাজীব হাসানের বিরুদ্ধে সফিউর রহমান নামের এক ব্যক্তি ১০ লাখ টাকার মিথ্যা মানহানী মামলা করেছেন। সংবাদ প্রকাশের পর বিভিন্ন চাপে পড়েছেন সফিউর রহমান।
মামলা অনুযায়ী, ১০ নভেম্বর দেওয়ানী আদালতে শফি বাদী হয়ে রাজীব হাসান রিমুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর সাতক্ষীরার সাংবাদিক সমাজ মিথ্যা মামলা ও সাংবাদিকদের প্রতি এই ধরনের হুমকিকে তীব্র নিন্দা জানিয়েছে।
এই বিষয়ে জেলা জুড়ে কর্মরত সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে জানান, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে, তাই এমন মিথ্যা মামলা গ্রহণযোগ্য নয়। তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- খন্দকার আনিসুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), মেহেদী আলী সুজয় (দৈনিক মানব কণ্ঠ), মোস্তফা রায়হান সিদ্দিকী (দৈনিক জনবাণী), হাফিজুর রহমান (দৈনিক আজকের দর্পণ), আল ইমরান (দৈনিক সমাজ সংবাদ), মুজাহিদ হোসেন (দৈনিক যশোর বার্তা সহ সম্পাদক), মাজহারুল ইসলাম (দৈনিক সুপ্রভাত সহ সম্পাদক), আব্দুর রহমান (দৈনিক যায়যায় কালের), মোঃ আনারুল ইলাম (দৈনিক সত্যপাঠ), খায়রুল আলম (প্রিয় সাতক্ষীরা অনলাইন সম্পাদক), ইলিয়াস হোসেন (সাতক্ষীরার কণ্ঠ অনলাইন সম্পাদক), আব্দুল্লাহ আল মামুন (দৈনিক নবঅভিযান), সাদনান রহমান সিয়াম (দৈনিক প্রজন্ম একাত্তর), জুবায়ের আল জামান (দৈনিক আজকের বাংলা) এবং অন্যান্য জেলা সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকরা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর আদালতে মিথ্যা মামলা দায়ের করা একটি চরম দৃষ্টান্ত। এটি সাংবাদিকদের স্বাধীনতা ও মর্যাদার প্রতি হুমকি স্বরূপ। আমরা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”