তৃণমূলে জনপ্রিয়তার শীর্ষে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা একটি নাম মো. আব্দুল আলিম। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সংগঠনের কঠিন সময়ে কর্মীদের পাশে থাকা, গ্রামীণ জনপদের মানুষের আস্থা অর্জন এবং ধারাবাহিক নেতৃত্ব—এসব কারণে তিনি সাতক্ষীরা–২ (সাতক্ষীরা–দেবহাটা) আসনের রাজনীতিতে পরিচিত মুখ।

১৯৫৯ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামে জন্ম আলিমের। তার পিতা মরহুম আবুল কাশেম ছিলেন লাবসা ইউনিয়নের চেয়ারম্যান (১৯৬২–১৯৭১)। পারিবারিক রাজনৈতিক পরিবেশেই বেড়ে ওঠেন তিনি। ১৯৭৫ সালে সাতক্ষীরা পি.এন. স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাসের পরই স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন।

তার রাজনৈতিক যাত্রা শুরু গ্রাম সরকারের সদস্য হিসেবে (১৯৭৮–১৯৮১)। পরে লাবসা ইউনিয়নের ইউনিয়ন প্রধান হন (১৯৮১–১৯৮৩)। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সভাপতি ছিলেন লাবসা ইউনিয়ন বিএনপির। এই সময় এলাকায় তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বাড়তে থাকে।

১৯৯৪ সালে তিনি নির্বাচিত হন সাতক্ষীরা জেলা ইউপি চেয়ারম্যান পরিষদের সভাপতি। এরপর দীর্ঘ সময় সাতক্ষীরা সদর থানা ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন—সহ-সভাপতি (১৯৯৭–২০০৯), জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (২০০৯), সদর থানা বিএনপির সভাপতি (২০০৯), জেলা বিএনপির সাধারণ সম্পাদক (২০১৩–২০১৬) এবং সিনিয়র সহ-সভাপতি (২০১৬–২০১৮)।

২০১৯ সালের ডিসেম্বরে তিনি মনোনীত হন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য–সচিব। এই দায়িত্ব পালন করেন ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

সাতক্ষীরায় বিরোধী রাজনীতি সবসময়ই ঝুঁকিপূর্ণ ছিল। একাধিক আন্দোলন-সংগ্রামের সময় মামলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার মধ্যেও আলিম এলাকায় ছিলেন, কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। নেতাকর্মীদের মতে, দুঃসময়ে সংগঠন টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

রাজনীতির পাশাপাশি স্থানীয় শিক্ষাব্যবস্থা উন্নয়নে তার অংশগ্রহণ রয়েছে উল্লেখযোগ্য। তিনি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন। আব্দুর রহমান কলেজের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। এ ছাড়া তিনি গণমুখী সংঘের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।

তার পিতা ছিলেন লাবসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দুই সন্তান—শাহিন হোসেন ও শিহাব হোসেন নিজ নিজ ক্ষেত্রে সক্রিয়। শাহিন হোসেন বর্তমানে নির্বাচিত সাধারণ সম্পাদক, লাবসা ইউনিয়ন বিএনপি। শিহাব হোসেন মেরিন ইঞ্জিনিয়ার এবং খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি।

সাতক্ষীরা–২ আসনে বিএনপির সাম্প্রতিক মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলিমের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছে। সংগঠনের দীর্ঘদিনের নেতারা মনে করেন, পাঁচ দশকের অভিজ্ঞতা ও তৃণমূলের গ্রহণযোগ্যতার কারণে তিনি এখনো এলাকায় প্রভাবশালী ও জনপ্রিয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৯:০৭
  • ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন