
মাসুদ আলী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেটও বিতরণ করেন। গণসংযোগে আব্দুর রউফ বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসাই আমার শক্তি। সাতক্ষীরার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, এবং তৃণমূলের ঐক্য ও সমর্থন নিয়েই বিজয়ের লক্ষ্য অর্জন সম্ভব। গণসংযোগ শেষে তিনি ঘোনা বাজারসংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।