তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি: ড. মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ১ ও ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রার্থী মনিরুজ্জামান আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন। ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলাইমান কবির, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম সাদেকুর রহমান সাদেক, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক কোষাধ্যক্ষ উপজেলা বিএনপি আলহাজ্ব কাশেম মোড়ল। উঠান বৈঠকে ড. মো. মনিরুজ্জামান বলেন, তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসাই হচ্ছে তার মূল শক্তি। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা দলীয় প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করার আহ্বান জানান। প্রচার-প্রচারণায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উঠান বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৯:৫৩
  • ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন