৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন পাঁচ ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে বস্তির শতশত বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে আশপাশের সড়ক ও টিএন্ডটি মাঠে আশ্রয় নেয় বস্তিবাসী। অনেকে নামমাত্র কিছু মূল্যবান জিনিসপত্র সরাতে পারলেও বেশিরভাগ বস্তিবাসী কিছুই নিতে পারেনি।

এ সময় বস্তির মহাখালী অংশ থেকে বনানী অংশের দিকে আগুন নেভাতে নেভাতে এগোয় ফায়ার সার্ভিস। একপর্যায়ে বস্তির বনানী অংশে আগুনের তীব্রতা বাড়তে থাকে। ভয়াবহ এই আগুনকে একটি নির্দিষ্ট গন্ডিতে আটকে রাখার চেষ্টা করেন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিস জানায়, সংকীর্ণ পথ ও ঘিঞ্জি বসতির কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

বাসিন্দারা অভিযোগ করেন, আগুন নেভাতে আমরা হেলিকপ্টার চাইছি কিন্তু এখনও পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের অবহেলা করা হচ্ছে? এ সময় আন্দোলনের সময় হেলিকপ্টার পাওয়া যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,ভোর ৫:২৪
  • ১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২৩ রজব, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন