সাতক্ষীরা-২: আলহাজ্ব আব্দুর রউফের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার, ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেটও বিতরণ করা হয়।

এসময় আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “অবহেলিত সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। জনগণের চাওয়া–পাওয়া পূরণে আমি সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করবো। সাতক্ষীরার মানুষ ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না। উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্তাজ আলী, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, যুবদল নেতা আশরাফুল ইসলাম শিমুল, বাঁশদহা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ডা. আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো. আশরাফুল আলম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকন ও আবুল হোসেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৯:০৭
  • ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন