ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও সংবর্ধনা 

রিয়াদ হোসেন: তালার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শেখ আবুল কালাম আজাদ বাবলু। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাকির হোসেন, বিএনপি নেতা এস.এম শামসুজ্জামান, খোরশেদ গাজী, শিক্ষক হাফিজুর রহমান, ছাত্রদল নেতা শেখ সাব্বির রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. হাসিবুর রহমান হাসিব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী নবনীতা হালদার পটুয়াখালী মেডিকেল কলেজে, মিঠুন দাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শেখ শহীদ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং তাওহীদ রেজা এসএসসি পরীক্ষায় পাশ্ববর্তী রাড়ুলী কেন্দ্রে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে তাদেরকে দেশবরেণ্য চিকিৎসক ডা. আব্দুস সালামের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ২:৩১
  • ১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২২ রজব, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন