শহীদ আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর- দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফ শহীদ আসিফের কবর জিয়ারত করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেবহাটা উপজেলার নিজ গ্রামে শহীদ আসিফের কবর জিয়ারতকালে তিনি শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি শহীদ আসিফের জমজ ভাই, বাবা এবং গ্রামের গণ্যমান্য মুরুব্বিয়ানরাও উপস্থিত ছিলেন। জিয়ারতকালে আলহাজ্ব আব্দুর রউফ শহীদ আসিফের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, শহীদ আসিফের ত্যাগ গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা শেষে সম্পন্ন হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১২:২৯
  • ১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২৩ রজব, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন